গুগল একাউন্ট হ্যাক হলে কিভাবে রিকভার করবেন
গুগল একাউন্ট হ্যাক হলে কিভাবে রিকভার করবেন, জিমেইল ব্যবহার কারিগণ আজকাল নতুন ফিশিং এর শিকার হচ্ছেন। নানা কলা কৌশলে তাদের জিমেইল অ্যাকাউন্টটি হ্যাক করে নেওয়া হচ্ছে। এই হ্যাকিং এ হ্যাকারদের সহায়তায় রয়েছে বিভিন্ন এআই। যার ফলস্বরূপ নিজের
জিমেইল অ্যাকাউন্ট প্রটেক্ট করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে যদি আপনার একাউন্টটি হ্যাক হয়ে যায় তাহলে সেই অ্যাকাউন্টটি রিকভার করা প্রয়োজন। এখন সেটি সম্পর্কে আজকের কনটেন্ট এ বিস্তারিত আলোচনা করা হবে। মনোযোগ দিয়ে আমাদের আজকের এই কনটেন্টটি অধ্যায়ন করুন।
সূচিপত্রঃ গুগল একাউন্ট হ্যাক হলে কিভাবে রিকভার করবেন
- গুগল একাউন্ট হ্যাক হলে কিভাবে রিকভার করবেন
- হ্যাকড গুগল একাউন্ট রিকভারের ধাপ এক
- হ্যাকড গুগল একাউন্ট রিকভারের ধাপ দুই
- হ্যাকড গুগল একাউন্ট রিকভারের ধাপ তিন
- হ্যাকড গুগল একাউন্ট রিকভারের ধাপ চার
- হ্যাকড গুগল একাউন্ট রিকভারের ধাপ পাঁচ
- হ্যাকড গুগল একাউন্ট রিকভারের ধাপ ছয়
- একাউন্ট হ্যাক হওয়ার প্রতিরক্ষমূলক ব্যবস্থা
- হ্যাকার এর আক্রমণ চিহ্নিত করার উপায়
- মন্তব্যঃ গুগল একাউন্ট হ্যাক হলে কিভাবে রিকভার করবেন
গুগল একাউন্ট হ্যাক হলে কিভাবে রিকভার করবেন
গুগল একাউন্ট হ্যাক হলে কিভাবে রিকভার করবেন, গুগল একাউন্ট হ্যাক হলে সেটি রিকভার করার খুবই সহজ উপায় রয়েছে। অনেকেই ভাবেন
গুগল একাউন্ট যদি হ্যাক হয় তবে কিভাবে রিকভার করবেন। আপনি আপনার সাথে থাকা
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের মাধ্যমেই আপনার হ্যাক হওয়া গুগল অ্যাকাউন্ট রিকভার
করতে পারেন। অথবা আপনার সাথে থাকা ল্যাপটপ বা পিসির মাধ্যমে আপনি আপনার হ্যাক
হওয়া গুগল একাউন্টটি রিকভার করতে পারেন। তার জন্য আপনার শুধু
প্রয়োজন আপনার হ্যাক হওয়া গুগল অ্যাকাউন্টটি যে নাম্বার দিয়ে খোলা হয়েছে
সেই নাম্বারটি।
কেননা আপনি যখন হ্যাক হওয়া গুগল একাউন্টটি রিকভার করতে যাবেন তখন যেই
সিম কার্ডটি দিয়ে আপনার একাউন্টটি খোলা হয়েছিল সেই সিম কার্ডে একটি ভেরিফিকেশন
কোড যাবে। সেই ভেরিফিকেশন কোডের মাধ্যমে আপনি আপনার হ্যাক হওয়া গুগল
একাউন্টটি রিকভার করতে পারবেন। গুগল একাউন্ট হ্যাক হওয়া একজন ইউজার কারির
জন্য বিশেষ দুঃখজনক বিষয়। গুগল একাউন্ট হ্যাক হলে এর সাথে সম্পর্কিত অন্যান্য
অ্যাকাউন্টও হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাক হওয়া অ্যাকাউন্ট কিভাবে রিকভার
করবেন, চলুন এ সম্পর্কে বিস্তারিত ধাপে ধাপে শিখে নেওয়া যাক।
হ্যাকড গুগল একাউন্ট রিকভারের ধাপ এক
প্রথমেই আপনারা সাথে থাকা অ্যান্ড্রয়েড ফোন অথবা পিসিতে যান। সেখানে গিয়ে
গুগলে ঢুকুন। এরপর যদি কোন একাউন্ট লগইন থাকে সেটি লগ আউট করে ফেলুন। এরপর
গুগল রিকভার নামে একটি অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর
আপনার হ্যাক হওয়া গুগল একাউন্ট এর ঠিকানাটি সেখানে দিন। এখানে একটি বিষয়
বিশেষভাবে উল্লেখযোগ্য হয় একাউন্টটি ইতিপূর্বে আপনি যেই মোবাইল ফোন বা পিসি
অথবা ট্যাবলেটে ব্যবহার করেছেন সেই মোবাইল ফোন
পিসি অথবা ট্যাবলেটে রিকভার করার চেষ্টা করলে আপনার জন্য অ্যাকাউন্টটি রিকভার করা
সহজ হবে। এর পাশাপাশি আপনি সাধারণত যে ব্রাউজারগুলো ব্যবহার করেন সেই
ব্রাউজারগুলোই ব্যবহার করুন যেমন ক্রোম সাফারি ইত্যাদি।এই পদ্ধতি গুলো
অনুসরণের মাধ্যমে হ্যাক গুগল একাউন্ট যদি হ্যাক হয় তাহলে কিভাবে রিকভার
করবেন তার প্রথম ধাপ সম্পন্ন হয়। চলুন এর পরবর্তী ধাপ সম্পর্কে এবার
জানা যাক। এবং গুগল একাউন্ট হ্যাক হলে করণীয় সম্পর্কে জানা যাক।
হ্যাকড গুগল একাউন্ট রিকভারের ধাপ দুই
দ্বিতীয় নাম্বার ধাপে রিকভার অপশনে ক্লিক করার পর আপনাকে গুগল কিছু
নিরাপত্তামূলক প্রশ্ন করতে পারে। গুগল একাউন্ট খোলার সময় আপনি বিকল্প হিসেবে
যে তথ্যগুলো অন্তর্ভুক্ত করেছিলেন সেই তথ্যগুলোর উপর ভিত্তি করেই আপনাকে প্রশ্ন
করা হবে। সেই উত্তরগুলো সঠিকভাবে প্রয়োগ করার মাধ্যমে আপনি এই ধাপটি
সম্পন্ন করতে পারেন। তবে যদি এমন হয় আপনার উক্ত প্রশ্নের উত্তর গুলো মনে
নেই তাহলে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। যতটুকু মনে রয়েছে ততটুকু উপর নির্ভর
করে আপনি
বিকল্প তথ্য গুলোর উত্তর দিন। আপনার চলমান প্রক্রিয়া ভুল উত্তর দেওয়ার কারণে
পিছিয়ে পড়বে না। তাই যদি কোন ভুল উত্তর দিয়ে থাকেন তাহলে সেটিতেও চিন্তিত
হওয়ার প্রয়োজন নেই। যেমন আপনাকে যদি আপনার পাসওয়ার্ড দিতে বলে
তাহলে সর্বশেষ পাসওয়ার্ডটি প্রয়োগ করুন। যদি সেটিও মনে না
থাকে তাহলে সাম্প্রতিক পাসওয়ার্ডটি প্রয়োগ করুন। এবং সেটিও মনে না
থাকলে যেই পাসওয়ার্ডটি মনে আছে সেটি প্রয়োগ করুন। অথবা আনুমানিকভাবে আপনার
পাসওয়ার্ডটি প্রয়োগ করুন।
হ্যাকড গুগল একাউন্ট রিকভারের ধাপ তিন
গুগল একাউন্ট হ্যাক হলে কি ভাবে রিকভার করবেন তার তৃতীয় নাম্বার
ধাপে আলোচ্য বিষয় হিসেবে থাকছে গুগল প্রোমট এবং কোড ব্যবহারের
বিষয়টি। এখানে আপনাকে একটি নিরাপত্তা প্রশ্ন করা হবে নির্দিষ্ট কোড
নিয়ে। অর্থাৎ আপনার হ্যাককৃত অ্যাকাউন্টটি যে নাম্বার দিয়ে খোলা হয়েছিল
সেখানে রিকভার কোড যাবে। এই কোডটি আপনার ফোন নাম্বারে যেতে পারে অথবা আপনার যদি
বিকল্প জিমেইল একাউন্ট পূর্বে থেকেই দেওয়া থাকে
তাহলে সেই জিমেইল একাউন্টেও কোডটি যাবে। অথবা আপনার ডিভাইসে একটি প্রমট
পাঠাবে। এই কোডগুলো প্রদানের মাধ্যমে আপনি ভেরিফাইড হবেন যে একাউন্টটি
আপনারই। এবং সেটি রিকভারে সক্ষম হবেন। যদি আপনি কোন কোড দিতে ব্যর্থ হন বা
আপনার কাছে ডিভাইসটি না থাকে তাহলে সেখানে অপশন থাকবে সে অপশনে ক্লিক করতে
হবে। এ কার্যগুলো সম্পাদনের মাধ্যমে আপনি হ্যাকড গুগল একাউন্ট রিকভারে
তৃতীয় ধাপ সম্পন্ন করবেন।
হ্যাকড গুগল একাউন্ট রিকভারের ধাপ চার
চতুর্থ নাম্বার ধাপে গুরুত্ব পায় ইমেইলের বিষয়টি। হ্যাককৃত অ্যাকাউন্টটি
রিকভার এর জন্য আপনাকে অন্য একটি ইমেইল লগইন করতে বলতে পারে। যে ইমেইলের
মাধ্যমে গুগল আপনার সাথে যোগাযোগ করবেন। তাৎক্ষণিক যোগাযোগ করতে পারবেন এমন
একটি ইমেইল লগইন করতে হবে। যদি আপনার ইমেইল একাউন্ট না থাকে তাহলে নতুন একটি
ইমেইল একাউন্ট তাৎক্ষণিক খুলে গুগল এর সাথে যোগাযোগ করতে হবে। অর্থাৎ আপনার
সাথে যোগাযোগ এর একটি মাধ্যম হলো সেই ইমেইল।
আরও পড়ুনঃ গুগল ক্রোমে ওয়েবসাইট ব্লক করার নিয়ম
এইভাবে যদি এমন হয় গুগল আপনাকে ইমেইল পাঠিয়েছে কিন্তু আপনি সেটি খুঁজে
পাচ্ছেন না তাহলে সমাধান হিসেবে আপনার গুগল সহায়তা অনুসন্ধান অপশনটিতে ক্লিক
করুন। সেখানে স্প্যাম বাদ জাঙ্ক ফোল্ডারটি চেক করবেন। সেখানে আপনার কাঙ্খিত
ইমেলটি পেয়ে যাবেন। গুগল একাউন্ট হ্যাক হলে কিভাবে রিকভার করবেন তার
চতুর্থ ধাপ এর মাধ্যমে সম্পন্ন হল। এবার আসুন পরবর্তী ধাপসমূহ নিয়ে আলোচনা করা
যাক। এবং নিয়ম গুলো সম্পর্কে জানা যাক।
হ্যাকড গুগল একাউন্ট রিকভারের ধাপ পাঁচ
হ্যাককৃত গুগল একাউন্ট রিকভার এর পঞ্চম ধাপে আলোচ্য বিষয় হলো রিসেট
পাসওয়ার্ড। গুগল প্রমোট সম্পন্ন করার পর রিসেট পাসওয়ার্ড এর অপশনটি
পাবেন। রিসেট পাসওয়ার্ড এর অপশনটিতে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ডটি
রিসেট করে নিন। পাসওয়ার্ডটি যখন রিসেট করবেন তখন খেয়াল রাখবেন নতুন
দেওয়া পাসওয়ার্ডটি যাতে শক্তিশালী হয়। এর পাশাপাশি এটিও খেয়াল রাখবেন যে
নতুন দেওয়া পাসওয়ার্ডটি পূর্ববর্তী পাসওয়ার্ড এর সাথে মিলে যাতে না
যায়। পাসওয়ার্ড প্রয়োগের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনি যতটা
শক্তিশালী
পাসওয়ার্ড প্রয়োগ করবেন আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি তত শক্তিশালী
হবে। শক্তিশালী পাসওয়ার্ড তৈরীর জন্য আপনি বিভিন্ন নাম্বার বিভিন্ন
সংখ্যা এবং বিভিন্ন প্রতীক চিহ্ন ব্যবহার করতে পারেন। এই জিনিসটি আরও
পরিষ্কারভাবে বোঝার জন্য আপনি খেয়াল রাখতে পারেন গুগল অটোমেটিক পাসওয়ার্ড
দেয়। সেই পাসওয়ার্ড গুলি শক্তিশালী হয়। সাজেশন হিসেবে সেই পাসওয়ার্ড গুলো
প্রয়োগ করতে পারেন। খেয়াল রাখুন পাসওয়ার্ড প্রয়োগের সময় এমন কোন
পাসওয়ার্ড দেওয়া যাবে না যেগুলো সচরাচর হ্যাকাররা সহজেই ক্র্যাক করে
ফেলতে পারে।
হ্যাকড গুগল একাউন্ট রিকভারের ধাপ ছয়
গুগল অ্যাকাউন্ট হ্যাক হলে কিভাবে রিকভার করবেন তার ছয় নাম্বার ধাপের আলোচ্য
বিষয় হলো ব্যাকআপ পদ্ধতি গ্রহণ। পাসওয়ার্ড রিসেট এরপর আপনি গুগল একাউন্টটি
ফিরে পেলেন। এরপর আপনি বিকল্প হিসেবে অন্য একটি ইমেইল এবং একটি ফোন নাম্বার এই
একাউন্টের সাথে যোগ করুন। বিকল্প ইমেইল এবং ফোন নাম্বার পরবর্তীতে আপনাকে
সাহায্য করবে একাউন্টটি পুনরায় উদ্ধারের জন্য এবং যদি কোন সমস্যা দেখা যায়
তাহলে সেটির মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন।
অর্থাৎ যদি আপনার অ্যাকাউন্টটি আবারো হ্যাক হয় অথবা আপনি একাউন্টের
পাসওয়ার্ডটি ভুলে যান রিকভার করার সময় আপনার বিকল্প ইমেইল অথবা ফোন নাম্বারে
ভেরিফিকেশন কোড যেতে পারে যেটির মাধ্যমে আপনি আপনার মূল অ্যাকাউন্টটি
পুনরুদ্ধার করতে পারবেন। গুগল একাউন্ট হ্যাক হলে কি ভাবে রিকভার করবেন তার
সম্পূর্ণ ধাপ এর বর্ণনা সম্পন্ন হল। এই পদ্ধতি সমূহ অনুসরণের মাধ্যমে আপনি
আপনার হ্যাক হওয়া গুগল একাউন্ট রিকভার করতে পারেন।
একাউন্ট হ্যাক হওয়ার প্রতিরক্ষমূলক ব্যবস্থা
গুগল একাউন্ট হ্যাক হওয়ার প্রতিরক্ষা মূলক ব্যবস্থা হিসেবে প্রথমে যে বিষয়টির
প্রতি নজর দিতে হবে সেটি হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার সময়
মাথায় রাখতে হবে নিজের পরিচিত কোন নাম যেমন নিজের পশুর নাম নিজের নাম
অথবা নিজের পছন্দের কিছু নাম দেওয়া যাবে না। পাসওয়ার্ডটি দিতে হবে বিভিন্ন
সংখ্যা ও অক্ষরের সমন্বয়ে। ছোট বড় উভয়েই অক্ষরের সমন্বয়ে পাসওয়ার্ডটি তৈরি
করতে হবে। পাসওয়ার্ডটি নূন্যতম ১০ অক্ষরের হতে হবে তবে যত বেশি হবে তত সুবিধা।
পাসওয়ার্ডটি ক্র্যাক করা তত কঠিন হবে।
এর পরবর্তী বিষয় হল যেই পাসওয়ার্ডটি প্রয়োগ করা হবে সে পাসওয়ার্ডটি অন্য
কোথাও পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে না। অনেক সময় বিভিন্ন জায়গায়
বিভিন্ন রকমের পাসওয়ার্ড ব্যবহারের কারণে পাসওয়ার্ড মনে থাকে না। প্রকৃত
পাসওয়ার্ডটি মনে রাখার জন্য পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন। গুগল একাউন্ট
হ্যাক হলে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই আর্থিক ক্ষতি থেকে
বাঁচার জন্য গুগল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা
অতীব ও জরুরি বিষয়।
হ্যাকার এর আক্রমণ চিহ্নিত করার উপায়
অ্যান্টিভাইরাস যেভাবে চিহ্নিত করে ঠিক সেই ভাবে হ্যাকারদের আক্রমণ চিহ্নিত
করার একশ শতাংশ উপায় নেই। কেননা হ্যাকাররা যখন আক্রমণ চালায় তখন তারা খুবই
সুখখ পদ্ধতিতে কোন অ্যাকাউন্টের উপর আক্রমণ করে। আপনার অ্যাকাউন্টটি হ্যাক
হয়েছে কিনা সেটি বুঝতে পারার প্রাথমিক উপায় হচ্ছে আপনার অ্যাকাউন্টটি নানাবিধ
আচরণ করবে। অর্থাৎ সেটি পূর্বের মতো স্বাভাবিক অবস্থায় থাকবে না। উচ্চ
বহির্গামী নেটওয়ার্ক যদি বেশি দেখা যায় এটিও একটি লক্ষণ যে হ্যাকার
আক্রমণ চালিয়েছে। হ্যাকারের আক্রমণ প্রতিহত করার জন্য
আপনার ডিভাইস এবং আপনার অ্যাকাউন্টটি তে যথেষ্ট পরিমাণে সিকিউরিটি নিয়োগ করতে
হবে। যেমন শক্তিশালী পাসওয়ার্ড। নিয়মিত একাউন্টের পরীক্ষা। নির্দিষ্ট পদ্ধতি
সমূহ অনুসরণ করার মাধ্যমে হ্যাকারের আক্রমণ প্রতিহত করতে পারেন। গুগল
অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সাথে সাথে আপনার অন্যান্য একাউন্ট যেগুলো হ্যাক হওয়া
একাউন্টের সাথে সম্পর্কিত ছিল সেগুলো হুমকির মুখে পড়তে পারে। সম্ভব হলে
অন্যান্য অ্যাকাউন্টগুলো থেকে হ্যাকৃত অ্যাকাউন্টের জিমেইলটি সরিয়ে দিতে হবে।
যতক্ষণ না আপনি আপনার অ্যাকাউন্টটি রিকভার করে ফেলছেন।
মন্তব্যঃ গুগল একাউন্ট হ্যাক হলে কিভাবে রিকভার করবেন
গুগল একাউন্ট হ্যাক হলে কিভাবে রিকভার করবেন, নিজের গুগল একাউন্ট হ্যাক হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক বিষয়। কেননা গুগল
একাউন্টের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত ও দাপ্তরিক নানা গুরুত্বপূর্ণ কাজ
সম্পন্ন করে থাকি। এমনকি আমাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্য গুগল
একাউন্টে সংরক্ষিত থাকে। যখন গুগল একাউন্ট হ্যাক হয়ে যায় তখন ব্যক্তিগত তথ্য
হুমকির মুখে পড়ে। এমনকি অনেক সময় নিরাপত্তা হুমকির মুখে পড়ে। ব্যক্তিগত
দাপ্তরিক এমনকি পারিবারিক বিভিন্ন নিরাপত্তার জন্য গুগল একাউন্টের নিরাপত্তা
নিশ্চিত করা খুবই জরুরী বিষয়।
আমাদের আজকের কনটেন্টে আপনার গুগল একাউন্ট হ্যাক হলে করণীয় এবং
প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি
করণীয় গুলোকে ধাপ আকারে বিস্তার ভাবে বর্ণনা করা হয়েছে। আপনি বা আপনার পরিচিত
কারো গুগল একাউন্ট হ্যাক হলে এই পদ্ধতি গুলো অনুসরণ করতে পারেন। এবং পদ্ধতিগুলো
খুব সহজেই প্রয়োগ করতে পারেন। আমাদের কনটেন্ট গুলো নিয়মিত পড়ার মাধ্যমে
আমাদের সাথেই থাকুন।250510
protipsbangla নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url