মিনিকন পিল খাওয়ার কতদিন পর সহবাস করা যায়
মিনিকন পিল খাওয়ার কতদিন পর সহবাস করা যায়, মিনিকন পিল পরিবার পরিকল্পনা বা গর্ভনিরোধের একটি জনপ্রিয় ও কার্যকর পদ্ধতি। তবে অনেকের মধ্যে এই পিল ব্যবহার সম্পর্কে বিভ্রান্তি দেখা দেয়। বিশেষ করে একটি খাবার কতদিন পর থেকে নিরাপদ সহবাস করা
সূচিপত্রঃ মিনিকন পিল খাওয়ার কতদিন পর সহবাস করা যায়
- মিনিকন পিল খাওয়ার কতদিন পর সহবাস করা যায়
- মিনিকন পিল খাওয়ার সঠিক নিয়ম
- মিনিকন পিল খাওয়ার কতদিন পর মাসিক হয়
- মিনিকন পিল খেলে কি মোটা হয়
- পিল খেতে ভুলে গেলে করণীয়
- মিনিকন পিল খাওয়ার অপকারিতা
- মিনিকন পিল খাওয়া হঠাৎ বন্ধ করলে কি হয়
- মিনিকন পিলের পার্শ্ব প্রতিক্রিয়া
- মিনিকন পিলের কার্যকারিতা কত ঘন্টা
- মন্তব্যঃ মিনিকন পিল খাওয়ার কতদিন পর সহবাস করা যায়
মিনিকন পিল খাওয়ার কতদিন পর সহবাস করা যায়
মিনিকন পিল খাওয়ার কতদিন পর সহবাস করা যায়, মিনিকন পিল অনেকের কাছে মিনি পিল নামে পরিচিত। এটা সাধারণত জন্ম নিয়ন্ত্রণ পিল। এটা মহিলাদের গর্ভধারণ এ এড়াতে সাহায্য করে। মিনিকন পিল এর কার্যকারিতা কিছুদিন সময় লাগতে পারে। এটা আপনার শুরু করার দিন থেকে শুরু হতে পারে। মিনিকন পিল হল স্বল্পমেয়াদি পিল যা মেয়েদের মাসিকের পর থেকে নিয়মিত খেতে হয়। আপনি পিল খাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টায় মধ্যেই সহবাস করতে পারেন। তবে কিছু কিছু ক্ষেত্রে ২৪ ঘন্টা থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত নিরাপদ থাকতে পারেন।
আরো পড়ুনঃ ইউরিন ইনফেকশন দূর করা ১০ টি উপায়
মিনিকন পিল খাওয়ার পর আপনি যদি পিল খাওয়া শুরু করেন তাহলে আপনাকে অবশ্যই প্রতিদিন পিলটি খেতে হবে। তবে মাসিক চক্রের সময় আপনি পিল খাবেন না। কেননা মাসিক চলাকালীন সহবাস করা হারাম এবং এটি থেকে অনেক রোগ জীবন হতে পারে। তাই মিনিকন পিল মাসিক চক্র শেষ হওয়ার পর থেকে শুরু করবেন এবং এটি নিয়মিত খাবেন। তাহলে আশা করি কোন সমস্যা হবে না। তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন পিল খাওয়ার আগে অবশ্যই আপনাকে কোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
মিনিকন পিল খাওয়ার সঠিক নিয়ম
মিনিকন পিল খাওয়ার কতদিন পর মাসিক হয়
মিনিকন পিল হলো একটি স্বল্প মেয়াদী পিল। এটা খাওয়ার সময় মহিলাদের মাসিক বন্ধ থাকে এবং গর্ভধারণ প্রক্রিয়া বন্ধ থাকে। এটা আপনি যদি নিয়মিত খান তাহলে আপনার মাসিক হবে না। তবে আপনি যদি নিয়মিত মিনিকন পিল নিতে থাকেন, তাহলে আপনার মাসিক চক্র পরিবর্তন হয়ে যাবে। তবে আপনি যদি মিনিকন পিল খাওয়া বন্ধ করে দেন তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আপনার মাসিক চক্র শুরু হবে। এই সময়টা দুই থেকে তিন দিনের মধ্যে শুরু হবে। কিছু ক্ষেত্রে বিলম্ব হতে পারে যেমনঃ পাঁচ থেকে সাত দিন পর্যন্ত দেরি হতে পারে। তবে অনেকের খেতে দেখা দেয় যে এটা অনেক দেরি হয়ে থাকে। অনেকের মাসিক হতে সমস্যা হয়। এই সমস্যা হলে অবশ্যই আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। মিনিকন পিলের প্যাকেটের ভিতর ২১ টি ট্যাবলেট রয়েছে তাছাড়া সাতটি আয়রন ট্যাবলেটও রয়েছে।
মিনিকন পিল খেলে কি মোটা হয়
মিনিকন পিল খেলে কি মোটা হয় সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। মিনিকন পিল যেহেতু প্রোজেস্টেরন শুধুমাত্র পিল বলা হয়ে থাকে। তবে এটা মহিলাদের মোটা হওয়ার সাথে সরাসরি সম্পর্ক নাই। তবে অনেকের ক্ষেত্রে দেখা দেয় যে মিনিকন পিল খাওয়ার পরে মোটা হয়ে থাকে। এ ধারণাটা ভুল কেননা মিনিকন পিল সরাসরি আমাদের শরীর মোটা হওয়ার কারণ হতে পারে না। একজন ব্যক্তি মোটা হওয়া নির্ভর করে তার খাদ্যাভাস বা শারীরিক পর্যবেক্ষণ এর মাধ্যমে।
যা আমাদের ওজনের পরিবর্তন হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে যে কিছু মহিলার ক্ষেত্রে পিল সে বনের কারণে সামান্য ওজন বৃদ্ধি পেতে পারে তবে এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় আবার অনেকের ক্ষেত্রে বিল সেবনের কারণে ওজন বাড়ানোর কোন প্রমাণ পাওয়া যায়নি আপনার যদি মিনিকন পিল খাওয়ার পর ওজন বৃদ্ধি পায় তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন মিনিকন পিল খেলে মোটা হওয়া যায় কিনা সে সম্পর্কে।
পিল খেতে ভুলে গেলে করণীয়
অনেক মহিলা রয়েছে যারা বিভিন্ন কাজের কারণে মিনিকন পিল খেতে ভুলে গিয়ে থাকে। বিভিন্ন কারণে অনেকে পিল খাওয়া ভুলে যায়। পিল খাওয়া ভুলে যাওয়ার অস্বাভাবিক কোন বিষয় না। অনেকে এটা করে থাকে চলুন জেনে নেওয়া যাক মিনিকন পিল খেতে ভুলে গেলে করণীয়ঃ একটি বড়ি খেতে ভুলে যান তাহলে তারপর দিন যখনই মনে পড়বে সাথে সাথে একটু বড়ি খেয়ে নিতে হবে। সেই সাথে তারপরের দিনে বড়িটিও যথাযথ সময় খেতে হবে। দ্বিতীয় বড়ি খেতে ভুলে গেলে যদি একসাথে দুটি বড়ি খেতে ভুলে যান। তাহলে তৃতীয় দিনে মনে পড়ার সাথে সাথে দুটি বড়ি খেয়ে নিতে হবে।
আরো পড়ুনঃ বাতের ব্যথার ঘরোয়া চিকিৎসা ও মুক্তির উপায়
তবে সেদিনকার বড়িটির সময়মতো না খেয়ে তার পরের দিন রাতে একসাথে দুটি বড়ি খেতে হবে। পরবর্তী মাসিক পর্যন্ত বডি গুলো স্বাভাবিক নিয়মে খাওয়া চালিয়ে যেতে হবে। সেই সাথে সহবাস করলে কনডম ব্যবহার করতে হবে, নয়তো সহবাস করা থেকে বিরত থাকতে হবে। কনডম ব্যতীত সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায়। যদি একসাথে তিনটি বড়ি খেতে ভুলে যান তাহলে ওই পিলের পাতা হতে আর পিল খাবেন না। পরবর্তী মাসিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মিনিকন পিল খাওয়ার কতদিন পর সহবাস করা যায় অন্য কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে হবে বা সহবাস করতে বিরত থাকতে হবে।
মিনিকন পিল খাওয়ার অপকারিতা
প্রতিটি ঔষধ যেমন উপকারিতা রয়েছে তেমন অপকারিতা ও রয়েছে। তাই আপনি যদি দীর্ঘদিন যাবৎ মিনিকন পিল অথবা যে কোন জন্ম নিয়ন্ত্রক পিল খেয়ে থাকেন তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। কেননা খাবার পিলের কিছু অপকারিতা রয়েছে। মিনিকন পিল অতিরিক্ত খেলে এটি বিভিন্নভাবে মাসিক কে প্রভাবিত করতে পারে।
- আপনার মাসিক হালকা হতে পারে
- ঘন ঘন হতে পারে অথবা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে
- মাসিকের মধ্যে আপনার কিছু রক্তপাত হতে পারে
- কিছু লোকের ব্রণ
- মেজাজের পরিবর্তন
- ওজন বৃদ্ধি
- যৌন ইচ্ছা পরিবর্তন হতে পারে
উপরের এই উপসর্গ গুলো আপনার মধ্যে যদি দেখা দিয়ে থাকে। তাহলে মিনিকন পিল খাওয়া বন্ধ করে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিবেন। তাহলে তারা আপনাকে অন্য কোন পিল অথবা জন্ম নিয়ন্ত্রণের অন্য কোন পদ্ধতি বলে দিতে পারে।
মিনিকন পিল খাওয়া হঠাৎ বন্ধ করলে কি হয়
আপনি যদি হঠাৎ পিল খাওয়া বন্ধ করে দিয়ে থাকেন তাহলে আপনার মাসিক স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কিছুদিন সময় লাগতে পারে। ফিরে আসার পরেও সেটি অনিয়মিত হতে পারে। কারণ পিলের মধ্যে রয়েছে হরমোন যা প্রত্যেক মাসে ডিম্বাণু জন্মকে ঠেকিয়ে দেয়। যেকোন সময় জন্ম বিরতি করন পিল খাওয়া ছেড়ে দেওয়া যায়। তবে অনেক চিকিৎসক বলে পিলের পুরো প্যাক শেষ না করে ছাড়তে নিষেধ করে থাকে। কারণ পুরো কোর্স শেষ করার মাঝে ছাড়া হলে রক্তস্রাব হতে পারে। তবে এসব পিলে দুই ধরনের সেক্স হরমোন থাকে।
আরো পড়ুনঃ খালি পেটে চিরতা খাওয়ার উপকারিতা
এই দুই ধরনের হরমোন একসাথে হয়ে ডিম্বাণুর বাধা দেয়। এরা সার্বিক সেক্স এর মধ্যে দিয়ে শুক্রাণু প্রবেশে বাধা দেয়। কোন ডিম্বাণু খুঁজে পাই না। হঠাৎ করে পিল খাওয়া বন্ধ দিলে এর সিমথেটিক হরমোন কয়েক দিনের মধ্যে নিষ্ক্রিয় হয়ে পড়ে। ফলে ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যে পিরিয়ড শুরু হয়ে যাবে। বহুদিন ধরে পিল খেলে গর্ভধারণ সম্ভবনা খুব কম থাকে। কিন্তু পিল খাওয়া বন্ধ করার এক মাসের মধ্যে গর্ভের উর্বরতা ফিরে আসে। তবে পিল ছাড়ার পর গর্ভধারণ সম্ভব হলেও দেহের স্বাভাবিক কার্যক্রম আগের মত শুরু হতে বেশ সময় লেগে যেতে পারে।
মিনিকন পিলের পার্শ্ব প্রতিক্রিয়া
মিনিকন পিল খাওয়ার ফলে অনেকের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আবার অনেকের কোন প্রতিক্রিয়া নাও দেখা দিতে পারে। যারা প্রথমবারে মিনিকন পিল খাওয়া শুরু করবেন তাদের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। একেক ধরনের পিলে এক এক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তবে কোন কোন মহিলার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে পিল খেলে কিছু অসুবিধে দেখা দিতে পারে যেমনঃ
- আপনার মাসিক হালকা হতে পারে
- ঘনঘন হতে পারে
- অনিয়মিত মাসিক রক্তপাত
- ব্রণের সমস্য
- স্তনে ব্যথা
- মাথাব্যথা
- বমি বমি ভাব
- মাথা ঘোরা
উপরের এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দুই থেকে তিন মাস হয়ে থাকে। তাই এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দেখা দিলে মিনিকন পিল খাওয়া ছেড়ে দিবেন না। আর যদি দেখেন দুই তিন মাস পরে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আবারো দেখা দিচ্ছে তাহলে ভালো কোন ডাক্তারের পরামর্শ নিন। নিয়মিত পিল খেলতে থাকলে দুই তিন মাসের মধ্যে সমস্ত উপসর্গ গুলি দূর হয়ে যায়।
মিনিকন পিলের কার্যকারিতা কত ঘন্টা
সাধারণত শারীরিক সম্পর্কের ৭২ থেকে ১২০ ঘন্টার মধ্যে এই পিল খেতে হয়। এই পিল খেলে ডিম্বাশয় থেকে ডিম্বানু বের হয়ে জরায়ু জরায়ুতে আসতে দেরি হয়। এ সময়েগুরুত্বপূর জরায়ুতে থাকা শুক্রাণুগুলো নষ্ট হয়ে যায়। ফলে ডিম্বাণু শুক্রাণু সঙ্গে নিষিদ্ধ হতে পারে না। তাছাড়া আপনি যদি সহবাসের ১২০ ঘন্টা পার হয়ে যাওয়ার পরে যদি মিনিকন পিল গ্রহণ করেন ফলে তখন এটার কার্যকারী ফলাফল পাবেন না। তাই আপনাকে ফেমিকন পিল খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ।
মিনিকন পিল একটি সম্পূর্ণ অস্থায়ী ও পরিবর্তনশীল জন্মবিরতিকরণ পদ্ধতি ও পরিবার পরিকল্পনা এবং গর্ভনিরোধক জনপ্রিয় একটি পিল অর্থাৎ যতদিন গর্ভধারণ করতে না চান ততদিন পিল খেতে থাকুন। মিনিকন পিল খাওয়ার কত দিন পর সহবাস করা যায় পিল খাওয়া বন্ধ করলে আপনার গর্ভধারণ ক্ষমতা ফিরে আসবে। আবার পিল খেলে মাসিক নিয়ন্ত্রিত হয় এবং মাসিকের অনেক অসুবিধা কমে যায়। গর্ভধারণের থেকে অনেক ক্ষেত্রে শরীরের অনেক উপকার করে থাকে এই পিল।
মন্তব্যঃ মিনিকন পিল খাওয়ার কতদিন পর সহবাস করা যায়
মিনিকন পিল খাওয়ার কতদিন পর সহবাস করা যায়, আর্টিকেলটি পড়ে এতক্ষণে হয়তো আপনাদের ধারণা হয়েছে যে মিনিকন পিল খাওয়ার কত দিন পর সহবাস করা যায়। মিনিকন পিলের কার্যকারিতা কত ঘন্টা মিনিকন পিল খাওয়ার সঠিক নিয়ম মিনি কন ফিল খাওয়ার কত দিন পর মাসিক হয় পিল খেলে কি মোটা হয় এ সম্পর্কে। আশা করি আপনি সবকিছু সঠিকভাবে বুঝতে পেরেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনার যদি মিনিকন পিল খেতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় এবং সেটা যদি তিন মাসে দীর্ঘস্থায়ী হয়ে থাকে।
তাহলে ডাক্তারের পরামর্শ নিবেন এবং সহবাসের পরে ৭২ ঘণ্টার ভিতরে আপনার মিনিকন পিল গ্রহণ করতে হবে। তাছাড়া কোন কাজে দিবে না। পিল সংক্রান্ত আপনার কোন মতামত বা প্রশ্ন থাকলে নিচের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। এই ওয়েবসাইটের সকল বিষয় তথ্য দেওয়া হয়। তাই সকল বিষয়ে তথ্য জানতে এই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 250510
protipsbangla নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url