floriz ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া
floriz ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানার আগে আপনাকে প্রথমে
জানতে হবে ফ্লোরিজ ট্যাবলেট এর কাজ কি? এটি পুরুষ কিংবা মহিলাদের চুল পরাজনিত
সমস্যা দূর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, এক জিমার চর্মরোগ দূর করার জন্য
ব্যবহার করা হয়ে থাকে তবে
ওষুধটি ডাক্তারের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয়। Floriz ট্যাবলেট কি এবং
কিভাবে কাজ করে তা নিচের আর্টিকেলে তুলে ধরা হলো। আপনি আর্টিকেলটি পড়লে বুঝতে
পারবেন কিভাবে Floriz ট্যাবলেট পার্শ্ব এর প্রতিক্রিয়া কাজ করে তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
পেজ সূচিপত্র ঃ floriz ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া
floriz ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া
floriz ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, ফ্লোরিজ ট্যাবলেট হচ্ছে মূলত
বায়োটিন নামক একটি ভিটামিন। এই ট্যাবলেটটি সাধারণত একজিমা, চুল পড়া,
ভঙ্গুর নখ এবং ত্বকের অন্যান্য সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ফ্লোরিজ
ট্যাবলেট নির্দেশিত মাত্রায় ভালোভাবে সহনীয়। এই ট্যাবলেটটি উচ্চমাত্রায়
ব্যবহার করার পরেও বায়োটিনের কোন বিষক্রিয়া খবর পাওয়া যায়নি। কিছু কিছু
ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যদিও এই সমস্যা বিরল কোন সমস্যা না।
যে ধরনের সমস্যা হয়ে থাকে তারমধ্যে সাধারণ কিছু সমস্যা হলঃ
- পেট ব্যথা
- কোষ্ঠকাঠিন্য
- ডায়রিয়া
- মাথা ব্যথা
- বমি বমি ভাব
- চুলকানি বা ত্বকে ফুসকুড়ি
- শুষ্ক মুখ
আরও পড়ুনঃ
ইউরিন ইনফেকশন দূর করা ১০ টি উপায়
আপনি যদি ফ্লোরিজ ট্যাবলেট ব্যবহার করার পর আপনার শরীরে অস্বাভাবিক কোনো
পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তাহলে আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ হাসপাতালে
গিয়ে ডক্টরের সাথে পরামর্শ করতে হবে এবং নিশ্চিত করতে হবে কি জন্য আপনার এই
সমস্যা হচ্ছে। সব ঔষধ ব্যবহারের ক্ষেত্রেই চিকিৎসকের পরামর্শ নেওয়া
উচিত।
ফ্লোরিজ ট্যাবলেট এর গুরুত্বপূর্ণ বিষয়
ফ্লোরিজ ট্যাবলেট ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে কিভাবে এই
ট্যাবলেট ব্যবহার করতে হয় তা আলোচনা করা হবে। আপনার শরীরে যদি এলার্জির সমস্যা
থেকে থাকে তাহলে এই ট্যাবলেট এড়িয়ে চলা উচিত। এটি ব্যবহারের ফলে আপনার শরীরে
যদি এলার্জি থেকে থাকে তাহলে যে ধরনের সমস্যা দেখা দিতে পারে চুলকানি, ফুসকুড়ি, চরম মাথা ঘোরা বা শ্বাস নিতে সমস্যা হওয়া এইসব সমস্যা হতে পারে। এই ট্যাবলেট
ব্যবহারের পর। আর এই ট্যাবলেট ব্যবহারে পর যদি এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে
তাৎক্ষণিকভাবে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অন্যান্য ঔষধের সাথে
মিথস্ক্রিয়ার অ্যান্টিসিজার খিঁচুনির জন্য ব্যবহৃত করা হয়। এই ঔষধ ব্যবহারের
ফলে বায়োটিন এর মাত্রা কমে যায়। এই অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে আপনার
শরীরের বায়োটিনের মাত্রা কমে যায়। আপনি যদি কাঁচা ডিমের সাদা অংশ খেতে পারেন
তাহলে আপনার শরীর বায়োটিন শোষণ ব্যাহত হতে পারে।
ফ্লোরিজ ১০০০ এমসিজি ট্যাবলেট ব্যবহার
ফ্লোরিজ এক হাজার এমসিজি ট্যাবলেট মানব দেহের জন্য একটি অপরিহার্য ভিটামিন যা
এইচ নামে পরিচিত। এই ভিটামিন বি বা ভিটামিন বি-৭ ও বলা হয়। চুল পড়া, দুর্বল,
নরম, ভঙ্গর নখ একজিমা এবং ত্বকের রোগের জন্য নির্দেশিত। এগুলি ছাড়াও এটি মানব
দেহের চর্বি কার্বোহাইড্রেট এবং এসিডের বিভাগীয় প্রক্রিয়ার সহায়তা করে।
বায়োটিন মানব মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে
গুরুত্বপূর্ণ ভাবে ভূমিকা পালন করে থাকে।
ফ্লোরিজ ট্যাবলেট এর কাজ
ফ্লোরিজ ট্যাবলেট এর কাজ হচ্ছে মূলত চুল পড়া দূর করা। ফ্লোরিস হচ্ছে এক প্রকার
বায়োটিন যুক্ত ট্যাবলেট। এতে রয়েছে ১০০০ মাইক্রগ্রাম বায়োটিন। এটি
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পণ্য। এটি চুলের গোড়ায় থাকা
মাইটোকনড্রিয়াল কার্বক্লিলেসের কোএনজাইম হিসেবে কাজ করে এবং কেরোটিনের গঠন
উন্নত করে। বায়োটিনের অভাবজনিত সমস্যায় চুল পড়ার পাশাপাশি অন্যান্য লক্ষণ
যেমন ডার্মাটাইটিসি এবং এসিডিউরিয়া দেখা যায়। যেকোনো ধরনের চুল পড়ার
সমস্যায় বায়োটিন সর্বাধিক ব্যবহারকৃত একটি ঔষধ। এটির একটি ট্যাবলেটের দাম ২০ টাকা। বায়োটি নিম্নক্ত উপসর্গের জন্য নির্দেশিতঃ
- চুল পড়া
- নরম দুর্বল নখের জন্য
- ইজমা এবং চর্ম রোগের জন্য
- বায়োটিন অভাব
বায়োটিন কি? বায়োটিন হলো ভিটামিন বি৭ অবশ্যই বায়োটিন চুল বৃদ্ধি করার জন্য
মুখ্য ভূমিকা পালন করে এবং নখের স্বাস্থের জন্য এটি উন্নতি ঘটায়। এই ট্যাবলেট
চুলের জন্য কিভাবে উপকারী? বায়োটিন আমাদের শরীরের কোষ বৃদ্ধির সাথে ফ্যাটি
এসিড উৎপন্ন করে এবং সেট মেটাবলিজম বাড়ায়। এটির মাধ্যমে কার্বন-ডাই-অক্সাইড
অপসারণ করানো হয় এবং বায়োকেমিক্যাল রাসায়নিক নিঃসরণের সহায়তা করে এই
বায়োটিন ট্যাবলেট। এতে করে চুলের জন্য খুবই খুবই উপকারী।
বায়োটিন সাপ্লিমেন্ট কেন খাবেন
আমাদের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ডিম এবং লিভার যোগ করার জায়গায়
বায়োটিন সাপ্লিমেন্ট যোগ করাটা আমার মত যুক্তিগত। বায়োটিন সাপ্লিমেন্ট আপনার
অতিরিক্ত ক্যালরি বাড়াবে না লাঞ্চ খাওয়ার পর এবং সন্ধ্যাবেলায় প্রোটিন মিল
খাওয়াটা অস্বাস্থ্যকর এবং সেই প্রোটিন অতিরিক্ত খাওয়া ভালো না ঠিক তখনই এই
বায়োটিন আপনার এই যে অভাব সেটি দূর করবে সাপ্লিমেন্ট। বায়োটিন সাপ্লিমেন্ট
চুল পড়ার ক্ষেত্রে ক্ষতি আটকানোর জন্য প্রয়োজনীয় যথাযথ যতটুকু পরিমাণ
প্রোটিন দরকার সেটি পূরণ করে দেয় এবং সাথে সাথে চুলের স্বাস্থ্য বৃদ্ধি ঘটায়।
আরও পড়ুনঃ
সবরি কলার ১০ উপকারিতা
বেস্ট বায়োটিন কোনটি বেস্ট বায়োটিনের সম্পর্কে আলোচনা করা হলোঃযদি বলি বেশ বায়োটিন কোনটি। তাহলে বাংলাদেশের মধ্যে বেস্ট বায়োটিন হচ্ছে
ফ্লোরিসজ। এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে মাঝে মাঝে মাথা ব্যাথা বমি
বমি ভাব পেট ব্যথা ডায়রিয়া এগুলো সব ঔষদের ক্ষেত্রেই পার্শ্ব প্রতিক্রিয়া
থাকে একই রকম। চর্ম রোগের ক্ষেত্রে বায়োটিন ঔষধি খুবই ভালো চুল পড়া আপনার
শতভাগ কাজ করবে।আপনার দুর্বল নরম নখ গুলোকে শক্তিশালী এবং সুন্দর করে তুলবে।
আপনার অ্যাজমা অথবা চর্ম রোগের যেকোনো ধরনের সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে
পারবেন এটির মাধ্যমে।
ফ্লোরিজ ট্যাবলেট এর মাত্রা ও সেবন বিধি
বায়োটিন এর সেবনের কিছু মাত্রা আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে পালন করতে হবে। আপনি
যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে প্রতিদিন এক থেকে তিনটি ট্যাবলেট
সেটিও পরামর্শ অনুযায়ী খাবেন। বাচ্চাদের ক্ষেত্রে একটা ট্যাবলেট পাঁচ থেকে
দশটি ঘোড়া করে জুসের সাথে মিশিয়ে খাওয়ানো যাবে। এটি অবশ্যই খাবারের পর খেতে
হবে। আর আপনি যদি এটি একটিভ করে দুই মাস খান তাহলে খুব ভালো একটি ফলাফল পাবেন
বলে আশা করি। বর্তমানে অনেকেই চুল পড়ে যাওয়ার রোধ করার জন্য বা নতুনভাবে
গাঁজানোর জন্য বিশেষ করে আমদানি করে অথবা দেশে কৃত বিভিন্ন বায়োটিন ঔষধ গ্রহণ
করছেন। বর্তমানে স্কিন ডাক্তার লাউড এ বায়োটিন খাওয়ার জন্য নির্দেশ করে
থাকে।
ফ্লোরিজ ট্যাবলেট এর নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া
ফ্লোরিস ট্যাবলেট এ নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে যদিও এটি একটি সম্পর্ক
হিসেবে পাওয়া যায়, বায়োটিন এমন একটি জিনিস যা আপনার ডাক্তারের পরামর্শ গ্রহণ
করা উচিত। বেশিরভাগ মানুষ তাদের নিয়মিত খাদ্যের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে
বায়োটিন পান। বায়োটিন গ্রহণের আগে আপনার গ্রহণ করা অন্যান্য ঔষধের পাশাপাশি
আপনার যেকোনো ও চিকিৎসাগত অবস্থার বিষয় আপনার ডাক্তারের সাথে কথা বলুন।
ভিটামিন এবং সম্পর্ক গুলি কিছু ঔষধ এবং চিকিৎসা গত অবস্থার উপর নেতিবাচক প্রভাব
ফেলতে পারে।
বর্তমানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা স্বাভাবিক খাদ্য গ্রহণের
মাধ্যমে বায়োটিনের কোন প্রতিপলক পার্শ্ব প্রতিক্রিয়া জানা যায়নি। কিছু
ক্ষেত্রে দেখা গেছে যেখানে নির্দিষ্ট খাদ্য তালিকা গত বা অন্যান্য অভ্যাস
বায়োটিনের ঘাটতি সৃষ্টি করেছে। গবেষণায় দেখা গেছে যে ধূমপানকারী মহিলার
বায়োটিনের বিপাক বৃদ্ধি করতে পারে এবং ঘাটতি সৃষ্টি করতে পারে।
আরও পড়ুনঃ
যে সকল রোগের উপকার কোরে আমলকী
আরেকটি ক্ষেত্রে দেখা গেছে যে নিয়মিত কাঁচা ডিম বিশেষ করে ডিমের সাদা অংশ
খাওয়ার ফলে ও বায়োটিনের ঘাটতি দেখা দিতে পারে। এই ক্ষেত্রে এই ঘাটতি বায়োটিন
প্রতিক্রিয়াশীল অঙ্গ দুর্বলতা নামক একটি অবস্থা তৈরি করে। এই অবস্থাটি
কোয়াড্রিপ্লেজিয়ার অনুরূপ। আরেকটি গবেষণায় কাঁচা ডিমের সাদা অংশ নিয়মিত
ব্যবহার করা হয়েছে যেখানে দেখা গেছে যে এটি বায়োটিনের ঘাটতির কারণ ও বটে।
বায়োটিনের ঘাটটির সাধারণ লক্ষণগুলো রয়েছেঃ চুল পড়া বা পাতলা হওয়া, উচ্চ
কোলেস্টেরল, ত্বকে পুসকুড়ি, হৃদরোগ।
বায়োটিনের ঘাটতি কেন হয়
বায়টিনের ঘাটিতি খুবই বিরল। আপনার বি সেভেন এর মাত্রা এত কম হওয়ার কারণ
ব্যাখ্যা করার জন্য ডাক্তাররা সাধারণত ছয়টি সম্ভাব্য কারণের একটি দিকে নজর
দেন floriz ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া হলঃ
- ঔষধঃ কিছু মানুষ আপনার শরীরকে ভিটামিন সঠিকভাবে শোষণ করতে বাধা দিতে পারে। এই চোর গলির মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক এবং খিচুনি বিরোধী ঔষধ। অতিরিক্তভাবে এন্টিবায়োটিক গুলি আপনার অন্তের ভালো ব্যাকটেরিয়া ধ্বংস করে যা প্রাকৃতিকভাবে বায়োটিন তৈরি করতে পারে।
- শিরায় খাওয়ানোঃ যদি আপনি আই ভি বা টিউব থেকে আপনার পুষ্টি গ্রহণ করেন তাহলে আপনার বি সেভেন এর ঘাটতি দেখা দিতে পারে। আপনি আবার শক্ত খাবার খেতে সক্ষম না হওয়া পর্যন্ত পরিপূরক প্রয়োজন হতে পারে।
- অন্ত্রের সমস্যাঃ কিছু দীর্ঘস্থায়ী অন্ত্রের সমস্যা আপনার শরীরকে খাবার থেকে পুষ্টি শোষণ করতে বাধা দিতে পারে। এই অবস্থার মধ্যে রয়েছে ক্রোনের রোগ এবং কোলাইটিস।
- দীর্ঘ মেয়াদী ডায়েটিংঃ কঠোর খাদ্য বাস আপনার খাওয়া খাবার থেকে বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ গ্রহণ থেকে আপনাকে বাধা দিতে পারে। সুষম খাদ্য খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য অত্যাবশক। এবং যদি এটি আপনার লক্ষ্য হয় তবে আপনি এখনো ওজন বজায় রাখতে বা কমাতে পারেন।
- বায়োটিনিডেসের ঘাটতিঃ এটি বংশগত ব্যধি খুবই বিরল। এটি আপনার শরীরকে বায়োটিন পুনঃব্যবহার করতে বাধা দেয়। সাধারণত মানবদেহে বর্জ্য পদার্থের অপসারণ এর আগে কয়েকবার বি সেভেন পুনরায় ব্যবহার করতে পারে। এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা ভিটামিন পূর্ণ ব্যবহার করতে পারেনা। গুরুতর লক্ষ্য গুলির কারণে এই ব্যাধিপ্রায় জীবনের খুব অল্প বয়সেই নির্ণয় করা যায়। এই লক্ষণগুলি প্রায়শই জন্মের কয়েক মাসের মধ্যে দেখা দেয়।
- অন্যান্য জেনেটিক কারণঃ কিছু অন্যান্য জেনেটিক ব্যাধি রয়েছে যা বায়োটিনের ঘাটতির কারণে হতে পারে যার মধ্যে হলোকারবক্রিলেস সিন্হেটেজের ঘাটতি, বায়োটিন পড়িয়ে বহনের ঘাটতি এবং ফিনাইলকেটোনুরিয়া অন্তর্ভুক্ত। হলোকারবক্রিলেস সিন্হেটেজের ঘাটতি এবং বায়োটিন পরিবহনের ঘাটতি অত্যন্ত বিরল। ফিনাইলকেটোনুরিয়া বেশি দেখা যায়। এই অবস্থার শিশুদের জন্মের সময় স্ক্রিন করা হয়, কারণ প্রাথমিকভাবে সনাক্ত না করা এবং চিকিৎসা না করা হলে দ্রুত স্নায়বিক সমস্যার সাথে যুক্ত হতে পারে।
বায়োটিনের অভাব জনিত ঝুঁকির কারণ
floriz ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া, যে কোন কারো বায়োটিনের অভাব হতে পারে।
বেশ কিছু অবস্থা এবং ব্যাধি কিছু মানুষের ঝুঁকি বাড়ায় এর মধ্যে রয়েছে।
বায়োটিনিডেসের অভাব জনিত ব্যক্তিরা এই বিরল বংশগত ব্যাধির শরীরকে বায়োটিন
পূর্ণ ব্যবহার করতে বাধা দেয়। এই ব্যধিজনিত ব্যক্তিদের বায়োটিনের অভাব
হওয়ার সম্ভাবনা বেশি থাকে। গর্ভবতী মহিলাদের জন্য বায়োটিন অত্যন্ত
গুরুত্বপূর্ণ। এটি ছাড়া শিশুর কিছু জন্মগত এটি দেখা দিতে পারে। গর্ভবতী
মায়েদের জন্য কিছু রক্ত পরীক্ষা বায়ু টিনের মাত্রা পরিমাপ করবে। আপনি যখন
গর্ভবতী থাকবেন, তখন আপনার ডাক্তার আপনাকে আরও বেশি বায়োটিন সমৃদ্ধ খাবার
খেতে উৎসাহিত করতে পারেন। এটি ক্রমবর্ধমান শিশুকে রক্ষা করতে সাহায্য করতে
পারে।
কিছু নির্দিষ্ট ঔষধ ব্যবহার করা ব্যক্তিরা অ্যান্টিবায়োটিক আপনার অন্ত্রের
সুস্থ ব্যাকটেরিয়ার ধ্বংস করতে পারে। এই ব্যাকটেরিয়ায় প্রাকৃতিকভাবে বারোটিন
তৈরি করতে পারে। এছাড়া আপনার ঘাটতি হতে পারে। খিচুনি বিরোধী ঔষধ গুলি ভিটামিন
শোষণকে ও বাধা দিতে পারে। আপনি যদি দীর্ঘ সময় ধরে এই ঔষধ গুলি ব্যবহার করেন,
তাহলে আপনার একটি সম্পূরক প্রয়োজন হতে পারে। আই ভি খাওয়ানোর ব্যবহারকারীরা
ব্যক্তিরা আইভী পুষ্টি গ্রহণকারী ব্যক্তিদের আবার শক্ত খাবার খেতে সক্ষম না
হওয়া পর্যন্ত বায়োটিন সম্পর্ক গ্রহণের প্রয়োজন হতে পারে।
শেষ কথাঃ floriz ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া
floriz ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া, ফ্লোরিজ এমন একটি ট্যাবলেট এই ট্যাবলেট ব্যবহারের ফলে আপনার চুল পড়া,
ফুসকুড়ি, পরম দুর্বল নখের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এই ট্যাবলেট টি
ব্যবহার করলে আপনার এ ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এবং এই ট্যাবলেট
ব্যবহার করার সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।
এবং এই ট্যাবলেটটি যদি আপনি নিয়মিত খান তাহলে আপনি অনেক উপকৃত হবেন, চলুন জেনে
নেই কিভাবে আপনি এই ট্যাবলেটটি খাবেন এবং এর নিয়ম নীতি সম্পর্কে নিচের
আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হল চলুন আর দেরি না করে মনোযোগ সহকারে
আর্টিকেলটি পড়লে উপকৃত হবেন ইনশাআল্লাহ। 250510
protipsbangla নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url