hcg injection কতদিন দিতে হয়
hcg injection কতদিন দিতে হয় তা নির্ভর করে চিকিৎসকের উপর। সাধারণত বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য ডিম্বস্ফোটন ঘটানোর উদ্দেশ্যে hcg ইনজেকশন দেয়া হয়। সাধারণত একবার ইনজেকশন দেওয়া হয় এবং এর ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ডিম উৎপাদন হতে পারে। যারা
গর্ভধারণের সমস্যা অনুভব করেন তাদের ক্ষেত্রে hcg ইনজেকশন ব্যবহার করা হয়। অনেকেই
জানতে চেয়েছেন hcg injection কত দিন দিতে হয়। আজকে আর্টিকেলের মাধ্যমে আপনাদের
জানাবো hcg ইনজেকশন দেয়ার নিয়ম, কখন দিতে হয়, কিভাবে দিতে হয়, উপকারিতা
সম্পর্কে।
পেজ সূচিপত্রঃ hcg injection কতদিন দিতে হয়
- hcg injection কতদিন দিতে হয়
- hcg injection এর কাজ কি
- HCG injection দেওয়ার নিয়ম
- কেন দেওয়া হয় hcg injection
- এইচ সি জি ইনজেকশনের এর অপকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া
- কোথায় দিতে হয় hcg injection
- HCG ইনজেকশনের পর মাসিক হওয়ার সময় কখন
- এইচ সি জি ইনজেকশনের দেওয়ার কতক্ষণ পর ওভুলেশন হয়
- hcg injection দেয়ার কতদিন পর প্রেগনেন্সি লক্ষণ দেখা যায়
- মন্তব্যঃ hcg injection কতদিন দিতে হয়
hcg injection কতদিন দিতে হয়
hcg injection কতদিন দিতে হয় তা নির্ভর করে একদিন চিকিৎসকের উপর। সাধারণত
বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য ডিম্বাস্ফোটন ঘটনার উদ্দেশ্যে hcg ইনজেকশন দেওয়া হয়।
এটি ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ডিম্বস্ফোটন হতে পারে। যদি IUI( Intrauterine
Insemination) বা IVF( In Vitro Fertilization) এর মত পদ্ধতির মাধ্যমে গর্ভধারণের
চেষ্টা করা হয়। তবে hcg ইনজেকশন নির্দিষ্ট সময় অনুযায়ী দেওয়া হয়। যা সাধারণত
ডিম্বাণু পরিপক্ক হওয়ার পর ডিম্বস্ফোটন ঘটানোর জন্য দেওয়া হয়। সঠিক সময় এই
ডোজ জানতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। hcg injection কতদিন
দিতে হবে তা নিচে দেওয়া হলঃ
আরো পড়ুনঃ ইউরিন ইনফেকশন দূর করা ১০ টি উপায়
- ডিম্বস্ফোটন ঘটানোর জন্যঃ ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণের জন্য hcg ইনজেকশন দেয়া হয়। যা সাধারণত IUI, IVF পদ্ধতির আগে করা হয়। যারা গর্ভধারণ এ সমস্যা অনুভব করেন বা ইন ফার্টিলিটির ট্রিটমেন্টের নিচ্ছেন তাদের ক্ষেত্রে এইচসিজি ইনজেকশন ব্যবহার করা হয় ডিম্বাণুর রিলিজ করাতে সাধারণত মাসিক চক্রের মাঝামাঝি সময়ে একবারই ইনজেকশন দেওয়া হয় (যেমন 5000-10000 IU) সাধারণত একবার মাত্র দেওয়া হয়। তবে ডাক্তারের প্রয়োজনে পুনরাবৃত্তি করতে পারেন।
- পুরুষের বন্ধ্যাত্বেঃ পুরুষদের মধ্যে hcg ইনজেকশন হরমোনের অভাবজনিত কারণে বন্ধ্যাতের চিকিৎসায় ব্যবহার করা হতে পারে। সাধারণত প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার (৫০০IU-২০০০IU) দিয়ে থাকেন। চিকিৎসা সাপেক্ষে ৩ থেকে ৬ মাস বা তার বেশি সময় লাগতে পারে।
- গর্ভাবস্থা নিশ্চিতকরনঃ গর্ভাবস্থায় নিশ্চিত করার জন্য এবং কিছু ক্ষেত্রে গর্ভাবস্থার প্রথম দিকে রক্তপাতের কারণ অনুসন্ধানেও hcg পরীক্ষা করা হয় এবং এই ইনজেকশন দেয়া হয়ে থাকে।
hcg injection এর কাজ কি
Hcg ইনজেকশন একটি হরমোন ইনজেকশন। যার কাজ প্রাকৃতিক হরমোন ব্যালেন্স ফিরিয়ে
আনা এবং বিশেষ কিছু প্রয়োজন বা হরমন সম্পর্কিত সমস্যা সমাধান করা। এটি ডিম্বাশ
প্রোটনের সময় একটি ডিম্বাণুকে উদ্দীপিত করে নারীদের মধ্যে বন্ধ্যাত্ব হয়।
অল্প বয়স্ক ছেলেদের মধ্যে পিটুইটারি গ্রন্থি ব্যাধি, মেয়েদের মধ্যে অব্যবহৃত
যৌন বৈশিষ্ট্য এবং পুরুষদের মধ্যে শুক্রাণু বৃদ্ধি করে। hcg injection 5000IU
সরাসরি টক বা পিসির মধ্যে ইনজেকশন হয়।
ডিম্বাণু সঠিকভাবে বের না হলে গর্ভধারণ সম্ভব হয় না। যার ফলে এইচসিজি
ইনজেকশনটি ব্যবহার করতে হয়। এইচ সিজি ইনজেকশন দিয়ে শরীরের ডিম্বাণুর রিলিজ
প্রক্রিয়া শুরু করা হয়। এর ফলে নারীদের গর্ভধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। IUI,
IVF বা সাধারণ গর্ভধারণের সমস্যা থাকলে এটি ব্যবহার করা হয়। polycystic
Ovary Syndrome (PCOS) রোগীদের ডিম্বাণু রিলিজের সমস্যা থাকলে তখন hcg ইনজেকশন
ব্যবহার করা হয়।
HCG injection দেওয়ার নিয়ম
Hcg ইনজেকশন হরমোন থেরাপিরিক্ত অংশ যেটি হরমোনের ভারসাম্য সঠিক রাখতে ব্যবহৃত
হয়। এটি ব্যবহারের পদ্ধতির সময় পরিমাণ নির্ভর করে রোগী নারী না পুরুষ এবং
তিনি কোন সমস্যার চিকিৎসা নিয়েছেন তার ওপর। নারীদের জন্য ডিম্বানু নির্গত করার
বা গর্ভধারণের সহায়তার জন্য hcg ইনজেকশন দেওয়া হয়। সাধারণত 5000 IU-10000
IU পর্যন্ত মাসিক চক্রে নির্দিষ্ট দিন যেমন ১২ থেকে ১৪তম দিন যখন ফলিকন
পূর্ণাঙ্গ হয়ে গেছে তখন ইনজেকশনটি দেওয়া হয়।
আরো পড়ুনঃ খালি পেটে চিরতা খাওয়ার উপকারিতা
hcg ইনজেকশন একবার চামড়া বা মাংসপেশীতে দেওয়া হয়ে থাকে। পুরুষদের ক্ষেত্রে hcg
ইনজেকশন টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি, স্পাম উৎপাদন বাড়ানো ইত্যাদি উদ্দেশ্যে
ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত 500 IU-2000 IU সপ্তাহে দুই থেকে তিনবার এবং তিন থেকে ছয় মাস বা তার বেশি সময় ইনজেকশনটি ব্যবহার করতে হয়। পুরুষদের
ক্ষেত্রে ইনজেকশনটি সাধারণত পেটের নিচে, চামড়ার নিচে বা উড়ো নিতম্বের
মাংস দেওয়া হয়।
কেন দেওয়া হয় hcg injection
এই ইনজেকশন টি মহিলাদের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে কিছু কিছু
মহিলাদের হরমোন জনিত সমস্যার কারণে বন্ধ্যাত্ব সৃষ্টি হয়ে থাকে এটি হরমোন যা
সাধারণত ফ্যাটিলিটি ট্রিটমেন্টের, হরমোন ইমব্যালেন্স এবং টেস্টটোস্টেরন
বা স্পাম উৎপাদন বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। এটি নারী পুরুষ উভয়ের
জন্য উপকারী। তবে ভিন্ন ভিন্ন রোগের জন্য ভিন্ন ভিন্ন চিকিৎসায়
ব্যবহার করা হয়। কেন দেওয়া হয় hcg ইনজেকশন তা নিচে বর্ণনা করা হলোঃ
- নারীদের ক্ষেত্রে hcg injection দেওয়া হয়ঃ অনেক মহিলাদের ক্ষেত্রে ডিম্বানু নিয়মিত রিলিজ হয় না। hcg ইনজেকশন শরীরের LH Surge তৈরি করে। যার ফলে ডিম্বানোর রিলিজ হয়। hcg injection এটি গর্ভধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
- ফার্টিলিটি ট্রিটমেন্টঃ IUI, IVF এই সময় ডিম্বাণু পরিপক্ক হলে, hcg injection দিয়ে তার নির্দিষ্ট সময় রিলিজ করানো হয়। সঠিক সময় সহবাস বা IUI করলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে। hcg injection গর্ভধারণের পর শরীরের progesterone হরমোন বাড়াতে সাহায্য করে যা গর্ভধারণ টিকিয়ে রাখতে সহায়ক।
- পুরুষদের ক্ষেত্রে hcg injection দেওয়া হয়ঃ যারা হরমোনের স্বল্পতার সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে hcg injection শরীরের নিজস্ব হরমোন তৈরি করতে সাহায্য করে। hcg injection এর ফলে যাদের স্পাম ঘাটতি সমস্যা আছে তাদের hcg এর ব্যবহারে স্পাম উৎপাদন বৃদ্ধি পায়।
এইচ সি জি ইনজেকশনের এর অপকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া
এইচ সি জি ইনজেকশন শরীরের হরমোনের সিস্টেম সরাসরি কাজ করে। তাই এটি উপকারের
পাশাপাশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এইসব সমস্যার
ব্যক্তিভেদ বা কারো হালকা সমস্যা আবার কারো ক্ষেত্রে জটিল সমস্যা হতে পারে। hcg
injection কতদিন দিতে হয় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অভারিয়াল
হাইপারিস্টিমুলেশন সিনড্রোম হয়ে থাকে। জরায়ু ফুলে যাওয়া, ব্যথা হয়, পেটে
ফাঁপা, শ্বাসকষ্ট বা ওজন হঠাৎ বেড়ে যায়। এটি একটি গুরুত্বপূর্ণ অবস্থা দ্রুত
চিকিৎসা দরকার হতে পারে। কিছু ক্ষেত্রে বুকে টান বা ব্যথা, পেটে ব্যথা, বমি বমি
ভাব,মাথাব্যথা, ত্বকের ফুসকুড়ি বা ইনজেকশন এর স্থানে ব্যথা হতে পারে।
পুরুষদের ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন স্তনে ব্যথা
বা ফোলা হরমোনের ভারসাম্য পরিবর্তনের কারণে হতে পারে। মুড চেঞ্জ, রাগ, অবসাদ
অপ্রয়োজনীয় চুল গজানো বা পুরুষালি লক্ষণ বৃদ্ধি, জ্বর ইনজেকশনের জায়গায় ইনফেকশন অতিরিক্ত হরমোন ব্যালেন্স নষ্ট হতে পারে। hcg injection ফলে
হঠাৎ পেটে পানি জমা, শ্বাসকষ্ট ওজন বেড়ে যাওয়া, বিশেষ করে রক্ত
জমাটের মত সমস্যা দেখা দিতে পারে। চুলকানি, শ্বাস নিতে কষ্ট, মুখ বা গলা
ফুলে যাওয়া। দীর্ঘদিন ব্যবহার প্রাকৃতিক হরমোন ক্ষতিগ্রস্ত হতে পারে।
কোথায় দিতে হয় hcg injection
Hcg ইনজেকশন শরীরের নির্দিষ্ট জায়গায় দেওয়া হয় যাতে হরমোনটির দ্রুত রক্তে
মিশে কার্যকর হয়। এই ইনজেকশন দুইভাবে দেওয়া যায় যেমনঃ নিতম্বের উপরে মাংসে
সাধারণত নিতম্বের উপরে পাশে সবচেয়ে সাধারণ স্থানে ইনজেকশনটি ব্যবহার করা হয়ে
থাকে। নতুবা উরুর পাশের মাংসের যদি নিজে নিজে দেওয়া হয় তবে স্থান সহজ হয়।
পেটের নিজের অংশ যেমন নাভির আশেপাশে চামড়ার নিচে ইনজেকশনটি করা যেতে পারে।
অথবা উড়ুর পাশের অংশ চামড়ার নিচে নরম টিস্যুতে ব্যবহার করা হয়ে থাকে।
কোন পদ্ধতি আপনার শরীরের জন্য বেশি উপযুক্ত তা নির্ভর করে রোগ, বয়স ও অন্যান্য
স্বাস্থ্যগত বিষয়ের উপর। কখনো কখনো নির্দিষ্ট HCG ব্র্যান্ড শুধু IM বা শুধু
SC এর জন্য উপযুক্ত হয়। ইনজেকশন দেওয়ার আগে হাত পরিষ্কার করে এবং জায়গাটি
স্ট্রিট দিয়ে পরিষ্কার করে নিন। ডোজ ও পদ্ধতি ডাক্তারের নির্দেশ অনুযায়ী
অনুসরণ করুন। ভুল জায়গা দিলে ইনজেকশনের কার্যকারিতা কমে যেতে পারে, ব্যথা বা
ফুলে যেতে পারে। নয়তো জায়গাটিতে ইনফেকশন হওয়া সম্ভাবনা অনেক বেশি
থাকে।
HCG ইনজেকশনের পর মাসিক হওয়ার সময় কখন
HCG injection এর পর মাসিক হওয়া স্বাভাবিক সময় সাধারণত ইনজেকশন দেওয়ার
১৪ থেকে ১৬ দিন পর। তবে এটি একটি ব্যক্তিভেদে বিভিন্ন হতে পারে। অনেক সময়
ডিম্বস্ফোটন পর পিরিয়ড হতে আরো বেশি সময় লাগতে পারে। যদি ডিম্বস্ফোটন
না হয় তাহলে মাসিক চক্রের বিলম্ব হতে পারে। hcg ইনজেকশন মূলত
ডিম্বস্ফোটনে সাহায্য করে। যা সাধারণত ইনজেকশনের ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ঘটে।
যদি ডিম্বাণু নিঃশরক্ত না হয় তাহলে মাসিক শুরু হতে আরও কয়েকদিন সময় লাগতে
পারে।
তবে গর্ভাবস্থায় ঘটে তাহলে মাসে বন্ধ হয়ে যাবে। কিছু ক্ষেত্রে hcg ইনজেকশন
মাসিক চক্র কে প্রভাবিত করতে পারেন এমনকি পরবর্তী মাসিক চক্র। এই ইনজেকশন
দেওয়ার দুদিন পর যদি গর্ভধারণ না ঘটে তাহলে সাধারণত মাসিক শুরু হয়। অর্থাৎ hcg ইনজেকশন এর ১২ থেকে ১৬ দিনের মধ্যে মাসিক সম্ভাবনা থাকে। যদি
আপনি hcg ইনজেকশন এর পর মাসিক নিয়ে চিন্তিত হন তাহলে আপনাকে ডাক্তারের পরামর্শ
গ্রহণ করতে হবে।
এইচ সি জি ইনজেকশনের দেওয়ার কতক্ষণ পর ওভুলেশন হয়
hcg injection দেওয়ার সাধারণ উত্তর ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ওভুলেশন হয় তবে
ovulation এর সঠিক সময় ইনজেকশনের ডোজ এবং একটি শরীরের উপর নির্ভর করে।
উর্বরতা চিকিৎসার ক্ষেত্রে এই সময়টুকু গুরুত্বপূর্ণ কারণে সময়ের মধ্যে
ডিম্বাণু নিষিদ্ধ হওয়া সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। ডিম্বাণু উদ্ধার করার
জন্য ৩৬ থেকে ৪০ ঘন্টা সময় দেওয়া হয়। যদি ডিমের উদ্ধার করা না হয় তবে
এসময়ের মধ্যে ডিম্বাণু বের হয়ে যায়। ওভুলেশনের জন্য প্রায় দুই দিন
অপেক্ষা করতে হতে পারে।
যদি ৭২ ঘন্টার মধ্যে ওভুলেশনের কোন লক্ষণ দেখা না যায়। তাহলে ডাক্তারের
পরামর্শ নিতে হবে। ওভুলেশনের জন্য সাধারণত ৩৬ ঘন্টা সময় লাগে। আপনি যদি রাত
১০টায় hcg ইনজেকশন নেন তবে ওভুলেশন সাধারণত পরে দিন দুপুর ১২ থেকে সন্ধ্যা ৪
টার মধ্যে হতে পারে। ওভুলেশনের লক্ষণ নিচে দেওয়া হলঃ
- তলপেটে একপাশে টানটান ব্যথা
- স্বচ্ছ ও টানটান সাদা স্রাব
- শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি
hcg injection দেয়ার কতদিন পর প্রেগনেন্সি লক্ষণ দেখা যায়
hcg injection দেওয়ার পর যদি সফলভাবে গর্ভধারণ ঘটে তাহলে সাধারণত ১০ থেকে ১৪
দিনের মধ্যে গর্ভাবস্থায় প্রাথমিক লক্ষণ গুলো দেখা দিতে শুরু করবে। hcg
injection সাধারণত ডিম্বাণুন নিঃসরণ ঘটানোর জন্য দেওয়া হয় একটি ইঞ্জেকশনের
২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ডিম্বাণুর নির্গত হয় এবং সহবাস করলে ফ্যাটিলাইজেশন
হতে পারে hcg injection দেয়ার পর প্রেগনেন্সির লক্ষণ গুলো দেখা দিতে পারে
তার নিচে দেওয়া হলঃ
- হালকা রক্তপাত
- স্তনে চাপ বা ব্যথা
- ক্লান্তি বা ঘুম ঘুম ভাব
- বমি ভাব বা মন খারাপ লাগা
- গন্ধে অস্বস্তি হওয়া
- প্রসাবের পরিমাণ বাড়া
- তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার
মন্তব্যঃ hcg injection কতদিন দিতে হয়
hcg injection কতদিন দিতে হয়, সঠিক ফল পাওয়ার জন্য ডাক্তার সাধারণত ইনজেকশন দেওয়ার ১৪ দিন পর পরীক্ষা করার
পরামর্শ দেন। যদি আপনি গর্ভধারণের চেষ্টা করছেন তাহলে ইনজেকশনটি ডাক্তারের
পরামর্শ অনুযায়ী নিতে হবে। hcg injection কত দিন দিতে হয় তা আমরা উপরে আলোচনা
করেছি এসে। যে ইনজেকশন নেয়ার পর গর্ভধারণের ফলে আপনার কিছু লক্ষণ দেখা দিতে
পারে বমি বমি ভাব, ক্লান্তি, মুড চেঞ্জ ইত্যাদি।
আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানানো হয়েছে যে এই সিজি ইনজেকশন কতদিন দিতে
হয়। এ সম্পর্কে তথ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি আজকের আর্টিকেলে
আপনি অবশ্যই উপকৃত হবেন। আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত এ ধরনের গুরুত্বপূর্ণ
বিষয় বিভিন্ন আর্টিকেল প্রকাশিত হয়। আপনি চাইলে আর্টিকেল গুলো পড়তে পারেন।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।250510
protipsbangla নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url