ফেসবুকে রিচ বাড়ানোর নতুন ট্রিক

ফেসবুকে রিচ বাড়ানোর নতুন ট্রিক হিসেবে আমাদের এই কনটেন্টটি বিশেষ গুরুত্ব রাখছে। ফেসবুক ইউজারদের মধ্যে অধিকাংশ ইউজাররাই চান মনিটাইজেশন পেতে। কিন্তু অনেকেই এই বিষয়ে সফলতার মুখ দেখেন না। নির্দিষ্ট নিয়ম পালনের মাধ্যমে ফেসবুকের রিচ বাড়ানো যায়।
ফেসবুকে-রিচ-বাড়ানোর-নতুন-ট্রিক
এর মাধ্যমে মনিটাইজেশন পাওয়া যায়। নির্দিষ্ট নিয়ম মানার পাশাপাশি ফেসবুকে রিচ বাড়ানোর জন্য কিছু কাজ বর্জনও করতে হয়। কোন কাজগুলো রিচ বাড়ানোর জন্য করা উচিত সেগুলো নিয়েই আজকের এই কনটেন্ট। চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পেজ সূচিপত্রঃ ফেসবুকে রিচ বাড়ানোর নতুন ট্রিক

ফেসবুকে রিচ বাড়ানোর নতুন ট্রিক

ফেসবুকে রিচ বাড়ানোর নতুন ট্রিক আসলে নির্দিষ্ট করে বলা কঠিন। কেননা ফেসবুক বিভিন্ন সময়ে তার রিচ বাড়ানোর কৌশলটি পরিবর্তন করে থাকে। কিছুদিন আগে ফেসবুক যে পদ্ধতিতে কোন পেজ বা কোন পোস্ট এর রিচ দিত বর্তমান সময়ে আপনি সেই পদ্ধতিটি যদি অনুসরণ করেন তাহলে সেটি কার্যকর নাও হতে পারে। এর কারণ পূর্বে উল্লেখিত বিষয়টি অর্থাৎ ফেসবুকে রিচ বাড়ানোর পরিবর্তন করে থাকে। আপনি যদি কোন নির্দিষ্ট একটি কৌশল মেনে ফেসবুকে রিচ বাড়াতে চান তাহলে আপনার পোষ্টের রিচ বাড়ানো সম্ভব হবে না। এজন্য নিজেকে আপডেট রাখতে হবে ফেসবুকের কৌশলের সাথে। ফেসবুকের রিচ বাড়ানোর নতুন ট্রিক নিচে দেওয়া হলোঃ

  • আকর্ষণীয় ছবি এবং ভিডিও বানানোর মাধ্যমে
  • নিয়মিত পোস্ট করে
  • ফেসবুক লাইভ করে
  • রিলস পোস্ট করে
ফেসবুক নিজের অ্যালগরিদম পরিবর্তনের মাধ্যমে কাজটি করে থাকে। ফেসবুক কোন অ্যালগরিদম কোন সময় প্রয়োগ করছে সেটি জানা খুব কঠিন বিষয়। তবে এটি বোঝার একটি উপায় হল চলমান সময় যাদের পোস্টগুলো রিচ হচ্ছে তারা কোন পদ্ধতি অনুসরণ করছে সেটি লক্ষ্য রাখা। এছাড়াও পোস্টদাতাকে এটি খেয়াল রাখতে হবে সে যে বিষয়ে পোস্টগুলো লিখে সেগুলো অন্যান্য ফেসবুক ইউজাররা কতখানি পছন্দ করছেন। তাদের পছন্দের উপর ও নির্ভর করছে কনটেন্টটি রিচ কতখানি হবে।

মানসম্মত কনটেন্ট বানানোর মাধ্যমে

ফেসবুকের রিচ বাড়ানোর নতুন ট্রিক হিসেবে মানসম্মত কনটেন্ট লেখার গুরুত্ব রাখাটা খুবই জরুরী। একটি কনটেন্ট কতটা রিচ করবে সেটি অনেকটাই নির্ভর করে কনটেন্ট টি কতটা উন্নত। অর্থাৎ কনটেন্টটি কতটা উন্নত ভাষায় এবং উন্নত শব্দে লেখা হয়েছে। এবং কনটেন্ট টি কতটা প্রয়োজনীয়তা রাখে। উদাহরণ স্বরূপ বলা যায় পোস্টদাতা এমন কোন কনটেন্ট লিখল যেটি বর্তমানে ফেসবুক ইউজাররা আগ্রহী নয়। অর্থাৎ তারা সেদিকে এড়িয়ে চলছে। তাহলে সেই পোস্টটির রিচ কমে যায়।

আবার কোন কনটেন্ট যদি এভাবে লেখা হয় যেগুলো পড়ে ফেসবুক ইউজাররা কনটেন্টের চাহিদা অনুযায়ী ফলাফল পাচ্ছেন না সেটিকেও তারা এড়িয়ে চলেন। এর ফলে ও ফেসবুকের রিচ কমে যায়। সেজন্য প্রয়োজন কনটেন্ট লেখার জন্য উন্নত ভাষা উন্নত শব্দ এবং উন্নত লেখার পদ্ধতি। যদি ইউজারদের কাছে মনে হয় লিখিত কনটেন্টটি মানসম্মত এবং তারা সেটিতে আগ্রহ থাকে অনেক সময় সেই কনটেন্টের রিচ বেড়ে যায়। তাই মানসম্মত কনটেন্ট বানানোর মাধ্যমেও রিচ বাড়ানো যায়।

সঠিক সময় পোস্ট করার মাধ্যমে

ফেসবুকে রিচ বাড়ানোর নতুন ট্রিক হলো যথা সময় কন্টেন্ট পোস্ট করা। কোন সময় কনটেন্ট পোস্ট করবেন সেটি নির্ভর করছে ফেসবুক ইউজাররা কখন ফেসবুকে সক্রিয় থাকে। কেননা তারা যখন সক্রিয় থাকবে তখনই আপনার পোস্টগুলো বা কনটেন্ট গুলো তারা পড়ে দেখবে। আপনি যদি এমন সময় কনটেনটি পোস্ট করেন যখন ইউজাররা ফেসবুকে সক্রিয় নেই তাহলে আপনার কনটেন্টটির রিচ কমে যাবে। কাজেই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়াচ্ছে যে যথাসময়ে কনটেন্ট পোস্ট করা।
কনটেন্ট পোস্ট করার আদর্শ সময় হল, যদি সকাল পোস্ট করতে চান তাহলে সকাল ৮ টা ৩০ থেকে ৯ টা ৩০ এর মধ্যে। যদি দুপুরে পোস্ট করতে চান তাহলে দুপুর ২ টা ৩০ থেকে ৩ টা ৩০ এর মধ্যে। এবং আপনি যদি রাতে পোস্ট করতে চান তাহলে রাত ৯ টা ৩০ থেকে ১০ টা ৩০ এর মধ্যে। তবে এই সময়টি সর্বকালের জন্য নির্দিষ্ট করে নেওয়া উচিত হবে না। কেননা ফেসবুক ইউজারদের অ্যাক্টিভিটি বা সক্রিয়তা পরিবর্তন হতে পারে। অবস্থা বুঝে সার্বিক ব্যবস্থা নিতে হবে।

রোমাঞ্চকর পোস্ট লেখার মাধ্যমে

ফেসবুকের রিচ বাড়ানোর নতুন ট্রিক হিসেবে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে রোমাঞ্চকর পোস্ট লেখা। ফেসবুকে কনটেন্ট বা পোস্ট লেখার সময় সেই পোস্টটিকে কতটি রোমাঞ্চকর এবং ইউজারদের জন্য আকর্ষণীয় করে তোলা যায় সেটির উপর নির্ভর করছে ফেসবুকের রিচ কত হবে। যদি আপনি এমন কনটেন্ট বা পোস্ট করেন যেটি ইউজারদের জন্য আকর্ষণীয় হচ্ছে না বা তারা পছন্দ করছে না তাহলে সেটিকে তারা এড়িয়ে চলা শুরু করবে এবং আপনার কনটেন্টের রিচ কমে যাবে।
ফেসবুকে-রিচ-বাড়ানোর-নতুন-ট্রিক
কাজেই রিচ বাড়াতে চাইলে আপনার কনটেন্টটি রোমাঞ্চকর করে তুলুন। কনটেন্ট বা পোস্টে এমন সব বিষয় অন্তর্ভুক্ত করুন যেগুলো ইউজারদের আনন্দ দেয় এবং তারা সেই বিষয়টিতে আগ্রহী হয়। খেয়াল রাখুন ইউজাররা বর্তমানে কোন বিষয়ের প্রতি আগ্রহী এবং তারা কোন পোস্টগুলো পড়তে চায়। কনটেন্টটিতে উন্নত ধরনের শব্দ ব্যবহার করুন। বিশেষত নির্দিষ্ট কনটেন্ট এর ক্ষেত্রে ছন্দ প্রয়োগ করুন। সব মিলিয়ে এমনভাবে কনটেন্টি লিখুন যেন সেটি রোমাঞ্চকর হয়।

হ্যাশ ট্যাগ ব্যবহারের মাধ্যমে

অনেক সময় হ্যাশ ট্যাগ ব্যবহারের মাধ্যমে পোষ্টের রিচ বেড়ে যায়। কাজেই ফেসবুকে রিচ বাড়ানোর জন্য নতুন ট্রিক হলো হ্যাশট্যাগ ব্যবহার করা। যখন কোন প্রাসঙ্গিক বিষয় উত্থাপিত হয় এবং সেই বিষয়ের প্রতি ইউজাররা বিশেষ আগ্রহী হয়ে থাকে তখন সেই বিষয়টি সম্পর্কে কনটেন্ট বা পোস্ট করার সময় যদি হ্যাশ ট্যাগ ব্যবহার করা হয় তাহলে এটির রিচ বেড়ে যায়। যেমন বর্তমানে ইরান ও ইসরাইল ইস্যুটি নিয়ে ইউজাররা বিশেষ আগ্রহী। এই সম্পর্কে কোন পোস্ট করতে চাইলে,
হ্যাশট্যাগ ব্যবহার করা যায়। তবে হ্যাশ ট্যাগ এর ক্ষেত্রে বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত হ্যাশ ট্যাগ ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করা হয় সেটি হিতে বিপরীত হতে পারে। কেননা যদি ফেসবুকের চলমান অ্যালগরিদম এমন হয় যে হ্যাশ ট্যাগ ভাইরাল ইস্যু ছাড়া ব্যবহার করলে রিচ কমে যাবে তাহলে আপনি যে কনটেন্ট বা পোস্ট করবেন সেটির রিচ কমে যেতে পারে। কাজেই অযথা এবং অতিরিক্ত হ্যাশ ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সর্তকতা অবলম্বন করুন।

অধিক ভিডিও কনটেন্টের মাধ্যমে

অধিক ভিডিও কনটেন্টের মাধ্যমে ফেসবুকে রিচ বাড়ানো যায়। ফেসবুকের রিচ বাড়ানোর নতুন ট্রিক অধিক ভিডিও কনটেন্ট পাবলিশ করা। বর্তমানে অধিকাংশ মানুষ পোস্ট করার চেয়ে ভিডিও দেখতে অধিক বেশি আগ্রহী। কেননা কনটেন্ট বা পোস্ট পড়তে সময় লাগে এবং কষ্টসাধ্য বিষয়। তাই নেটিজেনরা বিশেষ করে ফেসবুক ইউজারগণ ভিডিও কনটেন্ট দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই ফেসবুকের রিচ বাড়ানোর জন্য যতদূর সম্ভব নিয়মিত ভিডিও কনটেন্ট পাবলিশ করতে হবে।

এই ভিডিও গুলো হতে হবে এমন ধরনের যেগুলো রোমাঞ্চকর হয়। অথবা এমন সব ভিডিও পাবলিশ করতে হবে যে ভিডিওগুলো ফেসবুক ইউজারগণ ভিডিওর বিষয়ের প্রতি আগ্রহী। ভিডিওতে যদি নিজের ভোকাল দেওয়া হয় তাহলে সেখানে কথাবার্তাগুলো ভালোভাবে প্রয়োগ করতে হবে এবং উন্নত বাক্য ও উন্নত শব্দ প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি খেয়াল রাখতে হবে পোস্টকৃত ভিডিওটি সময়োপযোগী কিনা। এই নিয়মগুলো অনুসরণ করলে ফেসবুকের রিচ বাড়বে।

ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার মাধ্যমে

ফেসবুকে নানা ধরনের গ্রুপ রয়েছে। এইসব গ্রুপে সক্রিয় থেকে নিজের ফেসবুক পেজ বা কনটেন্ট অথবা পোস্টের রিচ বাড়ানো সম্ভব। ফেসবুকের রিচ বাড়ানোর নতুন ট্রিক হিসেবে এটিও পরিগণিত। যে বিষয়ে কনটেন্ট লেখা হবে অথবা পোস্ট করা হবে সেই বিষয় সম্পর্কিত গ্রুপগুলোতে অ্যাড থাকার মাধ্যমে ফেসবুক ইউজারগণের কাছে নিজের পোস্ট পরিচিতি লাভ করবে। তাই এইসব গ্রুপে অ্যাড থাকতে হবে। খেয়াল রাখতে হবে যে গ্রুপে অ্যাড হওয়া হচ্ছে সেটি কনটেন্টের সাথে সম্পর্কিত কিনা।

যে বিষয়ে কনটেন্ট লিখতে আগ্রহী অথবা পোস্ট করতে আগ্রহী সেই সমস্ত গ্রুপে অ্যাড হয়ে নিজের কনটেন্ট অথবা পোস্ট সেই সমস্ত গ্রুপে পোস্ট করা উচিত। এর মাধ্যমে গ্রুপে থাকা অন্যান্য ফেসবুক ইউজারগন সেই পোস্ট সম্পর্কে অবগত হতে পারবে। যদি সেই পোস্ট বা কনটেন্ট তাদের পছন্দ হয় পরবর্তীতে তারা তার পেইজ ফলো করবে এবং কনটেন্ট গুলো নিয়মিত পড়বে। এভাবে ফেসবুকে নিজের পোস্টের রিচ বাড়ানো যায়। তাই কনটেন্ট এর সাথে সম্পর্কিত গ্রুপে অ্যাড হন।

কনটেস্ট এর আয়োজন এর মাধ্যমে

ফেসবুকে নিজের রিচ বাড়ানোর জন্য মাঝে মাঝে কনটেস্ট এর আয়োজন করা প্রয়োজন। ফেসবুকের রিচ বাড়ানোর নতুন ট্রিক হিসেবে এটি খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত বিভিন্ন পোস্ট বা কনটেন্ট লেখার পাশাপাশি যখন কনটেস্টের আয়োজন করা হবে তখন সেই পেইজ এর প্রতি ফেসবুক ইউজারগণ আগ্রহী হবেন। এবং একটা প্রতিযোগিতা মূলক পরিবেশ সৃষ্টি হবে। তখন তারা কনটেন্টগুলো নিয়মিত পড়বেন এবং সেই পোস্ট বা কনটেন্ট এর রিচ বাড়বে। কনটেস্টের আয়োজন এর সময়,
নিজেকে প্রস্তুত রাখতে হবে যাতে সবার সামনে নিজের পোস্ট এবং কনটেন্ট গুলো আকর্ষণীয় এবং রোমাঞ্চকর ভাবে উপস্থাপন করা যায়। কেননা যতটা আকর্ষণীয় এবং রোমাঞ্চকর ভাবে নিজেদের তাদের সামনে সেটি উপস্থাপন করা হবে ততই তারা আগ্রহী হবে। আর নিজের ফেসবুকের পোষ্টের রিচ তখনই বাড়বে যখন ফেসবুক ইউজারগন সেটির প্রতি আগ্রহী হবেন। তাই নিয়মিত পোস্ট এবং কনটেন্ট এর পাশাপাশি কনটেস্ট এর আয়োজন করুন এবং ফেসবুকের রিচ বাড়ান।

সময়োপযোগী বিজ্ঞাপন ব্যবহারের মাধ্যমে

নেটিজেন দের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব যে বিষয়টি দেয় সেটি হচ্ছে ট্রেন্ডিং। অর্থাৎ কোন সময় কোন বিষয়টি নিয়ে সকল নেটিজেন আগ্রহী সেটি। ফেসবুকে রিচ বাড়ানোর জন্য বিভিন্ন মাধ্যমে সময়োপযোগী বিজ্ঞাপন প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞাপন প্রদানের সময় নিজের কনটেন্টের বিষয়গুলো খুব ভালোভাবে উল্লেখ করা প্রয়োজন। যাতে সেটি আকর্ষণীয় মনে হয়। নিয়মিত বিজ্ঞাপনের মাধ্যমে ফেসবুক ইউজারগণ
ফেসবুকে-রিচ-বাড়ানোর-নতুন-ট্রিক
আপনার পোস্ট বা কনটেন্ট সম্পর্কে জানতে পারবে এবং যখন আপনি চলমান বিষয়েরই সম্পর্কে অর্থাৎ যে বিষয়গুলো সময়োপযোগী সেগুলো নিয়ে বিজ্ঞাপন প্রদান করবেন এবং নিয়মিত পোস্ট লিখবেন তখন ফেসবুক ইউজারগণ আপনার প্রশ্নের প্রতি আগ্রহী হবেন। যার ফলস্বরূপ আপনার পোস্ট বা কনটেন্ট অথবা ভিডিও কনটেন্টের রিচ এবং ভিউ উভয় বাড়বে। তাই সময়োপযোগী বিজ্ঞাপন প্রদান করুন।

মন্তব্যঃ ফেসবুকে রিচ বাড়ানোর নতুন ট্রিক

ফেসবুকে রিচ বাড়ানোর নতুন ট্রিক সমূহ পর্যালোচনা করলে দেখা যায় ফেসবুকের অ্যালগরিদম প্রতিবার কোন পথ অনুসরণ করছে সেটি আয়ত্ত করতে পারাটাই মূল কাজ। ফেসবুকের অ্যালগরিদম সহজে ক্যাচ করা সম্ভব নয়। তবে এটি বোঝার উপায় হচ্ছে যে সব পোস্ট এবং কনটেন্ট গুলো বেশি রিচ করে সেসব পোস্ট এবং কনটেন্ট কেন এবং কোন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে সেটি আয়ত্ত করা। ধরতে পারলেই ফেসবুকে রিচ বাড়ানোর ট্রিক সমূহ ধরে ফেলা যাবে।

উপরে উল্লেখিত ট্রিক সমূহ ফেসবুকের বর্তমান অ্যালগরিদম এর অনুসরণের রিচ বাড়ানোর নতুন ট্রিক। উপরে উল্লেখিত ট্রিক সমূহ যথাযথ ভাবে পালনের মাধ্যমে এবং অনুসরণের মাধ্যমে আপনি আপনার ফেসবুক পেইজ অথবা ফেসবুক পেইজে পাবলিশ করা কনটেন্ট বা পোস্ট অথবা ভিডিও কনটেন্ট এর রিচ বাড়াতে পারেন। এবং এইসব ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার কনটেন্টটি সময়োপযোগী কিনা। অর্থাৎ ফেসবুক ইউজারগন সেগুলো পছন্দ করছেন কিনা। 250510

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

protipsbangla নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url